রাজশাহীর বাগমারায় নতুন এমপিওভুক্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
শনিবার সকাল ১০ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার বকুল আলী খরাদী সহ নতুন এমপিওভুক্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন প্রধান অতিথি। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন। শেষে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি মুখ করানো হয়।
বাগমারায় নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সারন্দি উচ্চ বিদ্যালয়, অভ্যাগতপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আক্কেলপুর উচ্চ বিদ্যালয়, ঝিকরা আইডিয়াল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লাউপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রুহিয়া মাহমুদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়, চেউখালী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ এবং কোয়ালীপাড়া দাখিল মাদ্রাসা।
ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি দীর্ঘদিন থেকে মহান জাতীয় সংসদে দেশের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবী তুলে আসছিলেন। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় বাগমারায় এক সাথে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ হয়েছে।