রাশিয়ার ৯টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনের


, আপডেট করা হয়েছে : 09-07-2022

রাশিয়ার ৯টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনের

যুদ্ধবিমানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ বাহিনীর ৯টি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেন। 



শনিবার ইউক্রেন এই একটি ভিডিও প্রকাশ করেছে। খবর আলজাজিরার।


ইউক্রেনের এক সেনার টুইটারে প্রকাশ করে সেখানে লেখা হয়েছে, ‘এই যুদ্ধে ইউক্রেনের বিমানবাহিনী ৯টি রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে। ধ্বংস হওয়া শত্রুর ট্যাঙ্কের মোট সংখ্যা শিগগিরই দুই হাজারে পৌঁছাবে।’ 


শুক্রবার ইউক্রেন সেনারা জানিয়েছে, চেরনিহিভের যুদ্ধে একটি রুশ ট্যাঙ্ক ধ্বংস হওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছিল।


ট্যাঙ্কের পাশাপাশি রুশ বাহিনীর ‘আর্মাড ডিভিশনগুলির’ হাজারের বেশি সাঁজোয়া গাড়িও (ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল্‌) ধ্বংস করার দাবি জানিয়েছে কিয়েভ। 


প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, রুশ টি-৭২ বা টি-৯০ ট্যাঙ্কে বসানো ১২৫ মিলিমিটারের ‘স্মুদবোর’ কামানের জন্য মজুত রাখা হয় কমবেশি ৪০টি গোলা। ইউক্রেন সেনার ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই গোলার স্তূপে বিস্ফোরণ ঘটছে প্রায়শই। আর তার অভিঘাতে কার্যত শূন্যে উঠে যাচ্ছে ট্যাঙ্ক।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার