মিরাজ-মাহমুদউল্লাহর জোড়া ফিফটিতে বড় সংগ্রহের ভিত পেল বাংলাদেশ


, আপডেট করা হয়েছে : 11-11-2024

মিরাজ-মাহমুদউল্লাহর জোড়া ফিফটিতে বড় সংগ্রহের ভিত পেল বাংলাদেশ

পাঁচ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে দিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ মাহমুদউল্লাহ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জোড়া ফিফটিতে এখন বড় স্কোরে চোখ লাল-সবুজের প্রতিনিধিদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান স্কোরবোর্ডে জমা করেছে বাংলাদেশ দল।


এর আগে দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকারের এসেছিল ৫৩ রান। কিন্তু সেখান থেকেই শুরু হয় ছন্দপতন। ৫৩ থেকে ৫৮ রানে পৌঁছাতেই সাজঘরের পথ ধরেন প্রথম তিন ব্যাটার।


সিরিজজুড়ে ব্যাট হাতে ভুগতে থাকা তাওহিদ হৃদয় ৭ রানের বেশি রান করতে পারেননি। ৭২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরে এখন বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন তারা দুজন।


মাহমুদউল্লাহ ৬৩ বলে ৪ চার এবং ১ ছক্কায় পেয়েছেন একদিনের ক্রিকেটে নিজের ২৯তম ফিফটি। অন্যদিকে ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি তুলে নিতে মিরাজ খরচ করেছেন ১০৬ বল।


পঞ্চম উইকেটে এই দুই ব্যাটারের জুটি এরই মধ্যে শতরান ছাড়িয়ে গেছে। তারা যতক্ষণ ক্রিজে থাকবেন, সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেওয়ার সম্ভাবনাও তত বাড়বে।


প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার