‘হারপিক’ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, জানা গেল কারণ


, আপডেট করা হয়েছে : 15-11-2024

‘হারপিক’ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, জানা গেল কারণ

অনলাইনে লাইভ টকশোতে আলোচকদের তর্ক-বিতর্কের মাঝেই হঠাৎ একজনকে ইঙ্গিত করে হারপিকের বোতল দেখালেন একজন আলোচক। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল সেই টকশো। টকশোতে এমন হারপিককাণ্ড দেখে হাসির রোল নেটিজেনদের।


লাইভে হারপিক দেখিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ। তার ইঙ্গিত ছিল ব্যারিস্টার নিঝুম মজুমদারের দিকে। এরপর থেকে হারপিক নিয়ে হাস্যরসে ভরে যায় নেটদুনিয়ায়।


এর আগে সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার নিঝুম মজুমদারের একটি ফোনকল ভাইরাল হয়। যদিও ভাইরাল হওয়া ফোনকলের সত্যতা যাচাই করা যায়নি। কথিত প্রেমিকার সাথে ফোনকলে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায়। এই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে ‘হারপিক মজুমদার’ নামে অবিহিত করে থাকেন নেটিজেনরা।


 

পতিত স্বৈরাচারের অপকর্মের দালালি করায় নিঝুম মজুমদারকে হারপিক দেখিয়ে যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ।


গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হক চৌধুরীসহ ৩৯১ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে একই মামলায় নিঝুম মজুমদারকেও আসামি করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই টকশোটি শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘নিঝুম মজুমদারকে লাইভে হারপিক দিয়ে ধুয়ে দিলেন সাইয়্যেদ আব্দুল্লাহ।’


টকশোর নিচে শোয়াইব সাব্বির নামে এক দর্শক মন্তব্য করেছেন, ‘নিঝুম মজুমদার যেখানেই টকিং করতে আসবে সেখানেই ব্যাকগ্রাউন্ডে হারপিক মজাদার পোস্টার লাগাতে হবে।’


মুজাহিদুল ইসলাম লিখেছেন, ‘আমি নিজুম মজুমদারের অনেক টকশো দেখেছি,,,উনি প্রায় সময়েই উক্তেজিত হয়ে উঠে,,,পাশাপাশি মুখে অশালীন ভাষা ব্যবহার করে,,একজন শিক্ষিত লোকের ভাষা এই রকম হওয়া কি ঠিক???’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার