হঠাৎ ফুটবলকে বিদায় বলবেন রোনালদো


, আপডেট করা হয়েছে : 17-11-2024

হঠাৎ ফুটবলকে বিদায় বলবেন রোনালদো

৩৯ বছরেও ফুটবল পায়ে আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে গোল করেছেন দুটি, যার দ্বিতীয়টি আবার করেছেন বাইসাইকেল কিকে! এমন ছন্দে থাকা রোনালদোকেও ম্যাচ শেষে অবসর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো।


অবসর নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছু ভাবেননি রোনালদো। আর এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতেও চান না তিনি। কোনো একদিন হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান এই পর্তুগিজ মহাতারকা।


পোল্যান্ড ম্যাচ শেষে তেমন ইঙ্গিত দিয়ে রোনালদো বলেছেন, ‘জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। আগে থেকে কোনো ঘোষণা করব না। হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।’


ক্যারিয়ারের এই সময়টা শুধুই উপভোগ করতে চান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দু’বছর পরে। আমি জানি না। দ্রুত আমার বয়স ৪০ বছর হবে। তাই এখন সময়টা উপভোগ করতে চাই। যত দিন তাগিদ থাকবে তত দিন খেলব। যেদিন কোনো অনুপ্রেরণা থাকবে না সে দিন অবসর নেব।’


চলতি মৌসুম দারুণ ছন্দে আছেন রোনালদো। সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে এরই মধ্যে ১০টি গোল করেছেন, আর সহায়তা করেছেন তিনটি গোলে।


পর্তুগালের জার্সিতে এবারের নেশনস লিগে চার ম্যাচে পাঁচ গোল করেছেন। দেশের হয়ে পৌঁছে গেছেন ১৩৫ গোলের চূড়ায়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার