রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁকা সড়ক পেয়ে ইমাম পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে যাত্রীবাহী বাসটি এক পথচারী নিহত হন।
নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।
ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।
গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে। ৬টা থেকে ট্রাফিক বিভাগের কাজ শুরু হয়।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া যুগান্তরকে বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।