বৈরুতে ইসরায়েলের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত


, আপডেট করা হয়েছে : 23-11-2024

বৈরুতে ইসরায়েলের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত

লেবাননের রাজধানী বৈরুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন। শনিবার (২৩ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 


স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৈরুতের বাস্তায় এই হামলা হয়েছে। এতে অনেক ভবন বিধ্বস্ত হয়েছে।  


লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি আটতলা ভবন পুরো বিধ্বস্ত করেছে। ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে।  


লেবাননের সম্প্রচারমাধ্যম আল জাদিদে দেখা গেছে, হামলায় একটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 


টিআরটি ওয়ার্ল্ডের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন মেডিকেল কর্মী আহত হয়েছে। সেইসঙ্গে এতে মেডিকেলের জেনারেটর এবং অক্সিজেন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার