মেসি ফিরছেন বার্সায়, দেখা হবে ফন গালের সঙ্গেও


, আপডেট করা হয়েছে : 23-11-2024

মেসি ফিরছেন বার্সায়, দেখা হবে ফন গালের সঙ্গেও

মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে-ভক্তরা কেন লিওনেল মেসি নিজেও কি কখনো ভাবতে পেরেছিলেন প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়তে হবে তাকে? ২০২১ সালে সেই যে বার্সা ছাড়লেন মেসি তারপর আর ফেরেননি। মাঝে গুঞ্জন ছিল পিএসজি অধ্যায়ের ইতি টেনে চেনা প্রাঙ্গণ বার্সায় ফিরবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। তবে এবার মেসি ফিরছেন।


নিজের অতি আপন ন্যু ক্যাম্পে ফিরছেন মেসি। তবে সেই ফেরাটা ভিন্ন। হৃদয়ভাঙার কষ্টে চোখের জলে বার্সাকে বিদায় বলা মেসি এবার ফিরছেন ক্লাবের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে। যেখানে মেসির মতো আমন্ত্রণ পেয়েছেন ক্লাবটির বহু রথী মহারথীরাও।


যেখানে মেসির দেখা হতে পারে ক্লাবটির সাবেক কোচ ও বিশ্বকাপে তিক্ত অভিজ্ঞতায় জড়ানো সাবেক নেদারল্যান্ডস কোচ লুই ফন গালের সঙ্গে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোলের পর ফন গালের সামনে দাঁড়িয়ে দুই হাত কানের পেছনে রেখে উদযাপন করেন মেসি। তখন মেসির চোখ দিয়ে যেন ক্ষোভ ঝড়ে পড়ছিল ফন গালের প্রতি। সেই ক্ষোভ ভুলে কীভাবে এক হন তারা সেটিও দেখা যাবে এই অনুষ্ঠানে।


কাতালুনিয়া রেডিওস টট কোস্টা জানিয়েছে, ক্লাব ছাড়াকালীন পুরনো তিক্ততা ভুলে লাপোর্তা ব্যক্তিগতভাবে মেসিকে ১২৫তম বর্ষপূর্তির দাওয়াত দিয়েছেন। ২৯ নভেম্বর প্রেস্টিজিয়াস লিসেও থিয়েটারে বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেপ গার্দিওলাসহ উপস্থিত থাকবেন আরও অনেক কিংবদন্তি।


সূত্রমতে জানা গেছে, বিশেষ এই অনুষ্ঠানে কেবল আমন্ত্রিত অতিথিই নয়, আর্জেন্টাইন মহাতারকা সক্রিয় দায়িত্ব পালন করবেন। মেসি বর্ষপূর্তি উদযাপনের অন্যতম অংশও বটে। বার্সেলোনা এই আয়োজনের আগে নিজেদের থিম সং প্রস্তুত করতে চায়। যার জন্য তিনটি গান চূড়ান্ত তালিকায় রয়েছে। গানগুলো ইতোমধ্যে মেসিকে শোনানো হয়েছে। তেমনি একটি ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে দিয়েছে বার্সা। যদিও মেসি নিজের পছন্দের ভোট সেখানে দেননি। দর্শকদের ভোটে সেটি নির্বাচন করা হচ্ছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার