মামলা না নিলে ওসি ‘সাসপেন্ড’: ডিএমপি কমিশনার


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 25-11-2024

মামলা না নিলে ওসি ‘সাসপেন্ড’: ডিএমপি কমিশনার

এজাহার হিসেবে গ্রহণ করার মত বিষয় হওয়ার পরও মামলা না নিলে থানার ওসিদের 'এক মিনিটে সাসপেন্ড' করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগরের পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার ডিএমপি সদর দপ্তরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন হুঁশিয়ারি দেন।

ঢাকা মহানগরে ব্যাটারির রিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সড়ক অবরোধ এবং এর জেরে পুলিশি 'হয়রানির' নানা বিষয় ডিএমপি কমিশনারের সামনে তুলে ধরেন চালক-মালিকরা।

রিকশাচালকরা সড়কে উঠলে 'পুলিশের হাতে মারধর' এবং রিকশার ব্যাটারি খুলে নিলামে বিক্রি করে দেওয়াসহ নানা বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করেন।

বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া ওই বৈঠকে ডিএমপি কমিশনার প্রত্যেকের কথা শোনেন এবং উচ্চ আদালতে রিকশাচালকদের পক্ষে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ১৯ নভেম্বর হাই কোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেয়।

এরপর প্রায় প্রতিদিনই ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। কয়েক জয়েগায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।

এই প্রেক্ষাপটে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রিকশা চালক-মালিকদের সঙ্গে বৈঠকে একজন চালক ডিএমপি কমিশনারকে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন ‘মারধর’ করা হয়।

এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, "আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।"

চাঁদাবাজি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে 'গত ৫০ বছরেও চাঁদাবাজি বন্ধ করা যায়নি' মন্তব্য করে ডিএমপি কমিশনার বলন, "রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়।

"যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে।"

চাঁদাবাজি বন্ধে কমিটি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, "রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।"
































  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার