৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তার আগে পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কিছু বিষয়ে আলোচনা করবেন। দুই-একটি বিষয়ে জটিলতা রয়েছে। সেগুলো নিরসন হলে কিছুক্ষণের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
পিএসসির ক্যাডার শাখার একজন কর্মকর্তা জানান, আজই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সেভাবেই কাজ চলছে। পদ কিছু নতুন এসেছে। যাচাই–বাছাই চলছে। ক্যাডার ও নন–ক্যাডারের কিছু পদ বাড়তে পারে। এদিকে টেলিটকের সঙ্গে আমাদের ছিল। বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো সমস্যা না হলে আজই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছিল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিল সরকার।