শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন


, আপডেট করা হয়েছে : 28-11-2024

শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন

গাজীপুরের  শ্রীপুর পৌরসভার একটি ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।


ম্যাট্রেস কারখানার মালিক মো. পারভেজ মিয়া বলেন, হঠাৎ করে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার নিচতলার গুদামে থাকা সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে। কারখানার গুদামে প্রচুর পরিমাণ মালামাল মজুত করা ছিল। আগুন লাগার পরপরই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। কী পরিমাণ মালামাল পুড়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।


ভবন মালিক মোহাম্মদ উল্লাহ বলেন, পারভেজ ভবনের নিচতলা ভাড়া নিয়ে ম্যাট্রেস তৈরির কারখানা পরিচালনা করতেন। আগুন লাগার খবর শুনেছি, এর বেশি কিছু বলতে পারব না।


মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার