ইসকন ও চিন্ময় দাসকে নিয়ে ভারতের সংবাদমাধ্যমকে যা বললেন শফিকুল আলম


, আপডেট করা হয়েছে : 30-11-2024

ইসকন ও চিন্ময় দাসকে নিয়ে ভারতের সংবাদমাধ্যমকে যা বললেন শফিকুল আলম

বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তেজনা চরমে। এর মধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আশ্বস্ত করলেন, ‘বাংলাদেশে হিন্দুরা নিরাপদ’। দেশে সংখ্যালঘুদের জন্য কোনও হুমকি নেই বলেও জানালেন তিনি। 


gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শফিকুল ইসলাম। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।


শফিকুল আলম জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকারের ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই। তার এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন সাবেক ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর, ইসকন নিষিদ্ধের দাবি জোরদার হয়েছে।


নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন, ‘আমি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানি না, তবে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হবে না।’


এর আগে বৃহস্পতিবার ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেয় বাংলাদেশ হাইকোর্ট।


বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হওয়া সহিংসতা নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। অপপ্রচার চালানো হচ্ছে। মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে আপনাদের অনুরোধ করছি। বাংলাদেশে সহিংসতা প্রথম কয়েক দিন দেখা গিয়েছিল। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’


শফিকুল আলম এই সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া অশান্তির প্রসঙ্গ উল্লেখ করেন। ওই সময় চিন্ময় কৃষ্ণ দাস জামিন না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ শুরু করে। তিনি আরও জানান, চিন্ময় দাস যাতে ন্যায্য বিচার পান তা নিশ্চিত করবে সরকার। 


চট্টগ্রামে চলমান উত্তেজনার কথা স্বীকার করে প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা মন্দির পরিদর্শন করেছেন। স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে তাদের উদ্বেগের সমাধানে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন।


বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শফিকুল আলম বলেন, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে নয়াদিল্লির মন্তব্য করা অপ্রয়োজনীয়।


নিউজ ১৮কে তিনি আরও বলেন, এ নিয়ে ভারত সরকারের কোনও বিবৃতি দেওয়া উচিত হয়নি। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না।


মঙ্গলবার ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে, যেখানে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তাকে জামিন না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন প্রত্যাখ্যান করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার