হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা চালান ছাত্র-জনতার আন্দোলনে আহতরা


, আপডেট করা হয়েছে : 01-12-2024

হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা চালান ছাত্র-জনতার আন্দোলনে আহতরা

সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী আসাদুজ্জামান নূর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।


শনিবার সকাল ১০টার দিকে আসাদুজ্জামান নূর বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগে ফিজিও থেরাপি নিতে যান। সেখানেই তিনি হেনস্তার শিকার হন। তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আছেন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউএনবি জানায়, দুপুরে নুরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ছাত্র–জনতার আন্দোলনে আহত কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান।


হাসপাতাল সূত্র জানায়, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও এইচ টি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম আজ সকালে ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে গেলে তাদের হেনস্তা করা হয়।


হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান বলেন, বিষয়টি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কারা মহাপরিদর্শককে জানানো হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার