১৩ বছরে আইপিএলে দল পাওয়া সূর্যবংশী যাকে আদর্শ মানেন


, আপডেট করা হয়েছে : 01-12-2024

১৩ বছরে আইপিএলে দল পাওয়া সূর্যবংশী যাকে আদর্শ মানেন

বৈভব সূর্যবংশী, ক্রিকেটের খোঁজখবর রাখলে এই নামটা আপনার জানা হয়ে থাকার কথা। মাত্র ১৩ বছর বয়সেই বহু কীর্তি গড়ে ফেলেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ দল, রঞ্জি ট্রফিতে খেলার পর আসন্ন আইপিএলের নিলামেও দল পেয়েছেন সূর্যবংশী। স্বাভাবিকভাবেই এই কিশোরকে নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের মাঝে।


কে এই সূর্যবংশী? ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের যাকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান র‌য়্যালস? এই ক্রিকেটারের পছন্দের ক্রিকেটারকে। কাকে আদর্শ হিসেবে মেনে বড় হয়েছেন সূর্যবংশী। এসব প্রশ্ন নিয়ে যখন কৌতূহল। তখন সূর্যবংশী নিজেই জানিয়েছেন তার আদর্শের নাম।


সম্প্রতি সনি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের হয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ খেলা বৈভবকে প্রশ্ন করা হয়েছিল, তার আদর্শ ক্রিকেটার কে?


বৈভব এ প্রশ্নের উত্তরে ভারতের কারো নাম বলেননি। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলী বা রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার তো নয়-ই বর্তমান প্রজন্মের রোহিত শর্মা, বিরাট কোহলিরাও তার আদর্শ নন। বৈভবের আদর্শ কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্রায়ান লারা।


নিজের আদর্শের কথা জানাতে গিয়ে বৈভব বলেছে, ‘ব্রায়ান লারা আমার আদর্শ। আমি তার মতো খেলার চেষ্টা করি। এরপর আমি আমার যে দক্ষতা আছে, সেটা দিয়ে খেলার চেষ্টার করি এবং এর ওপর আরও কাজ করতে চাই।’


মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেলেও পা মাটিতেই রাখতে চান বৈভব। তিনি বলেন, ‘আমি এখন নিজের খেলায় মনোযোগ দিচ্ছি। আমার চারপাশে যা ঘটছে, তা নিয়ে মাথাব্যথা নেই। সবার আগে আমি এশিয়া কাপে (অনূর্ধ্ব-১৯) মনোযোগ দিতে চাই।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার