ভারত-পাকিস্তানের অনড় অবস্থানে স্থগিত আইসিসির বৈঠক


, আপডেট করা হয়েছে : 01-12-2024

ভারত-পাকিস্তানের অনড় অবস্থানে স্থগিত আইসিসির বৈঠক

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে এখনও শঙ্কা কাটেনি। শঙ্কা দূর করতে বোর্ডগুলোর সঙ্গে আইসিসি মিটিং করলেও কোনো সমাধান আসেনি। নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়তে নারাজ ভারত-পাকিস্তান। যে কারণে স্থগিত হয়েছে বোর্ড সভা। সিদ্ধান্তে পৌঁছাতে নেওয়া হয়েছে অতিরিক্ত সময়।


ক্রিকেট পাকিস্তানের সূত্রের মতে, গতকাল আইসিসির বোর্ডসভা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়ে গেছে। চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের মাটিতে আয়োজন করার ব্যাপারে অটল অবস্থান পাকিস্তানের। পিসিবির এমন দৃঢ় অবস্থানের কারণে বিসিসিআই আইসিসির কাছে অতিরিক্ত সময় চেয়েছে বলে জানা গেছে।


সূত্রটি জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়টি নিয়ে ফের আলোচনায় বসতে পারে আইসিসি। যেখানে এ বিষয়ে চূড়ান্ত সমাধান আসতে পারে।


প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। যা আইসিসিকে জানিয়েছে তারা। তবে আইসিসি যদি কার্যকর সমাধান প্রস্তাব করে তবে সেটি নিয়ে ভেবে দেখবে তারা।



আইসিসির ওই মিটিংটি মাত্র ১৫ মিনিট পর স্থগিত হয়ে যায়। তার আগে, ভারত পাকিস্তান ও আইসিসির কর্তারা এই ইভেন্ট নিয়ে সম্মত হন যে, পারস্পারিক গ্রহণযোগ্য বিকল্প খুঁজতে একসঙ্গে কাজ করবেন তারা।


উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারিতে থেকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সেটি এখন শঙ্কার মুখে। এখনও টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে পারেনি আইসিসি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার