কমেছে পেঁয়াজ-আলুর দাম


, আপডেট করা হয়েছে : 04-12-2024

কমেছে পেঁয়াজ-আলুর দাম

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানি করা আলু এবং পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজি প্রতি ৫ টাকা কমে ৬০ টাকা এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 


সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে বলে জানান খুচরা বিক্রেতারা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বুধবার সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 


এদিকে হিলি কাস্টমসের দেয়া তথ্য মতে, হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ১৩ ট্রাকে ৩৭৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে আলু আমদানি বন্ধ রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার