কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার পেরিয়া ইউপির মঠুয়া তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক।
তিনি বলেন, সলিসিটর ইকরামুল হক মজুমদারকে হত্যাচেষ্টা মামলার ৪ নাম্বার আসামি সাইফুল ইসলাম রুবেলকে বুধবার মধ্যরাতে তার শ্বশুর বাড়ি থেকে আটক করে বৃহস্পতিবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।