রাজশাহীতে আ.লীগ-যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 07-12-2024

রাজশাহীতে আ.লীগ-যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার হয়। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহী নগরের হেতেমাখাঁ গোরস্থানপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে আওয়ামী লীগ কর্মী রাতুল ইসলাম ঝলক (২১) ও বসুয়া এলাকার মৃত মন্টু আলীর ছেলে যুবলীগ কর্মী রিপন আলী (৪২)।


সাবিনা ইয়াসমিন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার