দিন: দ্য ডে’র টিকিট না পেয়ে মিছিল


, আপডেট করা হয়েছে : 16-07-2022

দিন: দ্য ডে’র টিকিট না পেয়ে মিছিল

ঈদ উপলক্ষ্যে সারা দেশে ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল-বর্ষার ‘দিন: দ্য ডে’ সিনেমা। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে সিনেমাটি। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও নেহায়েত কম নয়।

কারণ ছবির নায়ক ও প্রযোজক অনন্ত জলিল শুরু থেকেই বলে আসছেন— ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘দিন: দ্য ডে’।  ১০০ কোটি টাকার বাজেট বলে দাবি অনন্তর।

শুক্রবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে সরেজমিন দেখা যায়, দর্শকদের উপচেপড়া ভিড়। দীর্ঘলাইন ধরে দাঁড়িয়ে টিকিট কিনছেন দর্শকরা।

পরে টিকিট না পেয়ে অনেকে হতাশা ব্যক্ত করেন। আগত দর্শকরা বিদেশি ছবির শোয়ের সংখ্যা কমিয়ে ‘দিন: দ্য ডে’র শো বাড়ানোর দাবি জানান। 

সেখানে অনন্ত জলিলের উপস্থিতিতেই মিছিল শুরু করে টিকিট না পেয়ে হতাশ দর্শকরা। 

তারা চিৎকার করে বলতে থাকেন— ‘টিকিট চাই’, ‘টিকিট নাই’। 

এ সময় সিনেমা হলগেটে কর্তব্যরত কর্মকর্তারা ভিড় সামাল দিতে হিমশিম খান।

এদিকে মিরপুরের সনি সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ হোসেন বলেন, গত তিন দিন ধরে ‘দিন: দ্য ডে’ সিনেমার সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমরা শোয়ের সংখ্যা বাড়িয়ে দিয়েছি শুক্রবার থেকে। সবাই টিকিট পাবেন তখন।

টিকিট না পেয়ে দর্শকদের ক্ষোভ প্রকাশের ঘটনায় অনন্ত জলিল বলেন, ‘সিনেপ্লেক্সগুলো দর্শকের ঢল সামলাতে পারছে না। এ কারণে সিনেপ্লেক্সের সনিত ও অন্যান্য শাখাতে একটা করে স্ক্রিন বাড়ানো হচ্ছে।’

উল্লেখ্য, ‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার