নওগাঁয় জেঁকে বসছে শীত, দেখা মেলেনি সূর্যের


, আপডেট করা হয়েছে : 10-12-2024

নওগাঁয় জেঁকে বসছে শীত, দেখা মেলেনি সূর্যের

নওগাঁয় জেঁকে বসেছে শীত। এ জেলায় গত দুই দিনে শীতের তীব্রতা যেন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। সোমবার সন্ধ্যার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। সোমবার থেকে এখন অব্দি সূর্যের দেখা মেলেনি।


নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঘন কুয়াশা এবং আকাশ মেঘলা থাকায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এখনো দেখা মেলেনি সূর্যের। 


নওগাঁ শহরের রিকশাচালক নেওয়াজ আহমেদ বলেন, ‘দিন আনি দিন খাই আমরা। শীতের জন্য ঘরে বসে থাকলে তো আর ঘরে ভাত হবে না। এ বছর অনেক আগেই শীত নামছে। শীতে অনেক কষ্ট হচ্ছে, পেটের কথা চিন্তা করে এই শীতের মধ্যে কাজ করা লাগতেছে।’


নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মাহবুব আলম বলেন, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আজকে একটু বেশি। ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী ২ দিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার