আরও ৩ মামলায় সাবেক এমপি ফজলে করিম গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 10-12-2024

আরও ৩ মামলায় সাবেক এমপি ফজলে করিম গ্রেফতার

হত্যাচেষ্টা, নাশকতা ও ভাঙচুরের অভিযোগে করা আরও তিন মামলায় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কাজী শহীদুল ইসলাম।



চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, আদালতে রাউজান থানার তিনটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়। এছাড়া আরেকটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলেও নথি অন্য আদালতে থাকায় সেই আবেদনের শুনানি হয়নি।



এর আগে সকালে পুলিশ পাহারায় এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়।



এর আগে তিন দফায় ১৩ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।



উল্লেখ্য, হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টাসহ এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারযোগে তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার