রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান


তুহিন অলিভার , আপডেট করা হয়েছে : 12-12-2024

রাজশাহী সরকারি সিটি  কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান

"স্বপ্ন -সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো, জ্ঞানের আলোয় গড়বে জগৎ,  উচ্চ কন্ঠে বলো " এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে  অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর)  সকাল ১০ টায় নগরীর নিউ গোল্ডেন সেফ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 



এই সময় নবীন শিক্ষার্থীদের  ফুল দিয়ে বরণ ও তাফহীমুল কোরআন, সহবিশেষ দাওয়াতি প্যাকেজের বেশকিছু বই দেওয়া হয়। 


এর পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান ১ম,২য়, ৩য়, ৪র্থ ও ৫ম  স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। 



এই সময় রাজশাহী সরকারি সিটি কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি শাহিনুল ইসলামের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাতুল আলম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগরের সভাপতি তৌহিদুর রহমান সুইট, রাবির সভাপতি মোহাইমিনুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শামিম উদ্দিন, কলেজ কার্যক্রম সম্পাদক রনি আহমেদ, এইচআরডি সম্পাদক ইউসুফ আল গালিব, স্কুল কার্যক্রম সম্পাদক রমিজ রাজা, মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক সাইনুল ইসলাম, তথ্য ও প্ল্যানিং সম্পাদক আব্দুল মুকিত 



এই সময় বক্তারা বলেন ছাত্রশিবিরের নবীন বরণ একদোম ভিন্ন আঙ্গিকে সাজানো হয়। তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয় এবং হালাল বিনোদনের মধ্য দিয়ে শেষ হয়। 


তারা আরো বলেন, ছাত্রশিবির নবীনদের কে তাদের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে, শেষ পর্যন্ত তার জীবনের লক্ষ্য কি হওয়া প্রয়োজন, একজন নবীন শিক্ষার্থী ক্যাম্পাসে আসার পর তার চলার ধরন কেমন হওয়া উচিত এবং তিনি কিভাবে চলে তার লাইফে সাকসেসফুল হতে পারবে, সে বিষয় গুলো ছাত্রশিবির এই নবীন বরণ অনুষ্ঠানে গাইডলাইন করে দেয়। 


অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন  রাজশাহী সরকারি সিটি কলেজের সেক্রেটারি শাহীন রেজা  ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার