বরগুনায় আ.লীগ নেতা মন্টু গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 12-12-2024

বরগুনায় আ.লীগ নেতা মন্টু গ্রেফতার

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেযারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানায়নি পুলিশ।


এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের পর মামলা বা অভিযোগের বিষয় জানানো হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার