চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 15-12-2024

চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকাকে গ্রেফতার করেছে পুলিশ। 


শনিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার সাউথল্যান্ড শপিং মলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার হোসেন নগর যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন। তিনি নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকার আবদুর রহমান ভুইয়ার ছেলে।


ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, অভিযান চালিয়ে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকাকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারনামীয় আসামি তিনি। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার