ছেলেদের মতো মেয়েরাও বিজয় দিবস রাঙিয়েছে জয়ে


, আপডেট করা হয়েছে : 16-12-2024

ছেলেদের মতো মেয়েরাও বিজয় দিবস রাঙিয়েছে জয়ে

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালেই বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসিয়েছে ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজে শ্বাসরুদ্ধকর ৭ রানের এক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছেলেদের মতো মেয়েরাও এবার দিনটা রাঙিয়েছে জয়ে।


মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।


বায়োমাস ওভালে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। তাড়া করতে নেমে শ্রীলংকার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে।


রান তাড়া করতে নেমে ৭ ওভারে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৪৭ রান তুলে ফেলেছিল শ্রীলংকা। তবে এরপর আর দলটিকে সুবিধা করতে দেয়নি ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তাররা। আঁটসাঁট বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে শুরু করে শ্রীলংকা। শেষ পর্যন্ত অলআউট না হলেও রান আটকে থামে এক শর নিচেই।


অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।


এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের রান এক শর ওপরে নিয়ে যায় চারটি ছোট ছোট ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।


উল্লেখ্য, টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের দুটি করে শীর্ষ দল সুপার ফোরে উঠবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার