এক মন্ত্রণালয়ে ৬০ হাজার শূন্যপদ, আসছে নিয়োগ বিজ্ঞপ্তি


, আপডেট করা হয়েছে : 16-12-2024

এক মন্ত্রণালয়ে ৬০ হাজার শূন্যপদ, আসছে নিয়োগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ৬০ হাজার শূন্যপদ আছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিগগিরই এসব পদে নিয়োগ প্রতিক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।


শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।


পোস্টে তিনি লিখেছেন, শুধুমাত্র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শুন্যপদ আছে। শিগগিরই এর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।


 

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে সর্বোচ্চ বয়স নির্ধারণ করে নীতিমালা সংশোধন করেছে সরকার। সংশোধনী আনা হয়েছে পরীক্ষার্থী কতবার অংশগ্রহণের সুযোগ পাবেন সে বিধিতেও। সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


সংশোধিত প্রজ্ঞাপনের বিধিমালায় বিসিএসে অংশগ্রহণে পরীক্ষার ফি ৭০০ টাকার স্থলে ২০০ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ১০০ টাকার স্থলে ৫০ টাকা করা হয়েছে। মৌখিক পরীক্ষায় বিদ্যমান ২০০ নম্বর থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার