যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত


, আপডেট করা হয়েছে : 16-12-2024

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত

৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।


এ সময় বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ, আনসার ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন। অত্যন্ত স্বল্প পরিসরে অনুষ্ঠিত মহান বিজয় দিবস অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা মহী উদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাকসুদা আখতার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর, তরিকুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির,সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।


এর আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩১ বার তোপধ্বনি অনুষ্ঠিত হয়। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর শহরের প্রধান সড়কের দুপাশে বর্ণিল পতাকা দিয়ে সাজানো হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার