রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস


, আপডেট করা হয়েছে : 16-12-2024

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

সকালে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই তিনি ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন।

উপাচার্যের নেতৃত্বে আয়োজিত এই দিবসের কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও অন্যান্য ইভেন্টের আয়োজন করা হয়।

দুপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এমদাদুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. এস. এম. রাসেল এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চৌধুরী।

আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া দিবসের মর্যাদা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোকসজ্জা করা হয়। হলসমূহে শিক্ষার্থীদের জন্য পরিবেশিত হয় উন্নতমানের খাবার।

উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আয়োজিত এই দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার