হরিপুরে প্রতিবেশীর সাথে সংঘর্ষে নিহত-১।


, আপডেট করা হয়েছে : 16-12-2024

হরিপুরে প্রতিবেশীর সাথে সংঘর্ষে নিহত-১।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে প্রতিবেশীর সাথে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানাযায় যে, গতকাল দুপুর আনুমানিক ১২ঘটিকার সময় হরিপুরের সিংহাড়ি (বুজরুক) গ্রামের মোঃ আজগর আলীর পরিবারের সাথে ভূট্টা ক্ষেতে বেড়া দেওয়া নিয়ে একই গ্রামের মোঃ আঃ মতিন এর পরিবারের ঝগড়া আরম্ভ হয়। ঝগড়া এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় আহতদের মধ্যে আজগর আলীর মা মোছাঃ বুধন(৬০) গতরাত আনুমানিক ৩ ঘটিকার  সময় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে তিনি বলেন এখনো  (এই রিপোর্ট লেখা) পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার