৪,০০০ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস


, আপডেট করা হয়েছে : 18-12-2024

৪,০০০ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় ৪,০০০ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি সামরিক কমান্ডাররা। তাদের দাবি, গাজার ওপর চালানো বিধ্বংসী হামলার মধ্যেও এটি সংঘটিত হয়েছে।


বুধবার দখলদার ইসরাইল নিয়ন্ত্রিত ওয়াল্লা নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছে হামাস। সংগঠনটির নতুন নিয়োগপ্রাপ্ত যোদ্ধারা ইসরাইলের সন্ত্রাসী কার্যক্রম থেকে পালিয়ে যাওয়া কমান্ডারদের সঙ্গে কাজ করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে। 


এমনকি এই যোদ্ধারা গাজার দক্ষিণ ও উত্তরে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।


এ তথ্যটি মূলত ইসরাইলের সামরিক কমান্ডারদের সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। যা হামাসের সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। 


আল-কাসসাম ব্রিগেডের মন্তব্য


ওই প্রতিবেদনে আরও উল্লেখ, এক মাস আগে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার জানিয়েছিলেন, হামাস নতুন বাহিনী গঠনের কাজ শুরু করেছে।


তবে আল-কাসসাম ব্রিগেড তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে যে দাবি করা হয়েছে- তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, আল-কাসসাম ব্রিগেড গাজার সামরিক কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। হামাস নেতাদের মধ্যে সমন্বয় এখনও চমৎকার এবং সংঘবদ্ধ রয়েছে। সূত্র: ইরনা



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার