অতিরিক্ত আইজিপিসহ ১৭ কর্মকতাকে বদলি, জানা গেল নাম


, আপডেট করা হয়েছে : 19-12-2024

অতিরিক্ত আইজিপিসহ ১৭ কর্মকতাকে বদলি, জানা গেল নাম

অতিরিক্ত আইজিপি ও ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তা। তাদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। 


বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও দুজন ডিআইজিকে বদলি করা হয়। উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এতে এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টিটেরোরিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।


এদিকে মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়। পরে বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার