গ্রিসে ইউক্রেনের কার্গো বিমান বিস্ফোরিত


, আপডেট করা হয়েছে : 17-07-2022

গ্রিসে ইউক্রেনের কার্গো বিমান বিস্ফোরিত

গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে ইউক্রেনভিত্তিক কোম্পানি পরিচালিত একটি কার্গো বিমান মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে।

বিমানটি শনিবার সার্বিয়া থেকে জর্ডানে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। এতে আটজন আরোহী ছিলেন বলে জানা গেছে। খবর বিবিসির।

তারা কেউ বেঁচে আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বিমানটি ১২ টন ওজনের বিস্ফোরক দ্রব্য বহন করছিল।

ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন। কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার