৯৬ বছরের যে রেকর্ড ভাঙলেন জয়সুরিয়া


, আপডেট করা হয়েছে : 17-07-2022

৯৬ বছরের যে রেকর্ড ভাঙলেন জয়সুরিয়া

গল টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৯৬ বছরের পুরোনো একটি রেকর্ড ভাঙলেন স্বাগতিক শ্রীলংকান ক্রিকেটার প্রভাথ জয়সুরিয়া। 

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেকে ১২ উইকেট শিকার করে আলোচনায় চলে আসেন জয়সুরিয়া। 

এবার পাকিস্তানের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন জয়সুরিয়া।

শ্রীলংকার প্রথম ও বিশ্বের পঞ্চম বোলার হিসেবে অভিষেকেই ১২ উইকেট নিয়েছিলেন জয়সুরিয়া। 

পাকিস্তানের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে এবার গড়লেন বিশ্ব রেকর্ড। 

অভিষেকের পর টানা তিন ইনিংসে জয়সুরিয়ার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি টেস্ট ইতিহাসের অন্য কেউ। আর তাতেই ৯৬ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন এই লঙ্কান স্পিনার। 

টেস্ট ইতিহাসে মাত্র তিনজন স্পিনার অভিষেকের পর টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নিতে পেরেছেন। এর আগে এই কীর্তি গড়তে পেরেছেন দুজন। 

সর্বপ্রথম ১৮৯৩ সালে এই কীর্তি গড়া টম রিচার্ডসন নিজের প্রথম তিন ইনিংসে নেন ঠিক পাঁচটি করে উইকেট। 

তার ঠিক ৩৩ বছর পর ১৯২৬ সালে ক্ল্যারি গ্রিমেট প্রথম তিন ইনিংসে নেন মোট ১৬ উইকেট। প্রায় ৯৬ বছর পর এ দুজনকে ছাপিয়ে এরই মধ্যে ১৭ উইকেট নিয়েছেন জয়সুরিয়া।

জয়সুরিয়ার ৫ উইকেট নেওয়ার দিনে গল টেস্টে প্রথম ইনিংসে ২২২ রান করেও ভালো অবস্থানে আছে শ্রীলংকা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ১৯৪ রান। ৯৫ রানে ব্যাট করছেন অধিনায়ক বাবর আজম। ৫ রানে নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন পেসার নাসিম শাহ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার