ইরানকে বিশৃঙ্খলা ছড়ানো বন্ধ করতে বলল সিরিয়া


, আপডেট করা হয়েছে : 25-12-2024

ইরানকে বিশৃঙ্খলা ছড়ানো বন্ধ করতে বলল সিরিয়া

সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানো বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্সের। 


পোস্টে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানো থেকে আমরা তাদের সতর্ক করছি। সর্বশেষ মন্তব্যের পর প্রতিক্রিয়া দেখানো হলে তাদের দায়ী করা হবে।’ 


তবে কোন মন্তব্য তা উল্লেখ করেননি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।


এর আগে গত রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘যারা নিরাপত্তাহীনতা তৈরি করেছে তাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্পের সঙ্গে সিরিয়ার যুবকদের দাঁড়াতে হবে। আমরা ধারণা করছি যে, সিরিয়ায় একটি শক্তিশালী এবং সম্মানিত গোষ্ঠীর আবির্ভাব হবে। কারণ আজ সিরিয়ার যুবকদের হারানোর কিছু নেই। তাদের স্কুল, বিশ্ববিদ্যালয়, বাড়িঘর, রাস্তাঘাট অনিরাপদ।’


গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। ইরান ১৩ বছরের সিরিয়ার গৃহযুদ্ধের সময় আসাদকে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে সমর্থন করে। পাশাপাশি মিত্রকে ক্ষমতায় রাখতে সিরিয়ায় বিপ্লবী গার্ডও মোতায়েন করেছিল তেহরান। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার