টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আলুপট্টি মোড় সংলগ্ন সদর জামে মসজিদের সামনে ওলামা মাশায়েখ ও তাবলীগ জামাতের সাথীবৃন্দ এই ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগণ, ১৭ ডিসেম্বর টঙ্গির ইজতেমা ময়দানে হামলার তীব্র নিন্দা জানান। এ সময় তারা সাদপন্থীদের ইসরাইল ও ভারতের সমর্থনপুষ্ট হিসেবে উল্লেখ করে তিনটি দাবির প্রেক্ষিতে বক্তব্য প্রদান করেন। দাবিগুলো হল-
রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মোখলেছ সাথীদের উপর অতর্কিত হামলাকারী সাদপন্থী সন্ত্রাসী সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ড. কাজী এরতেজা হাসান, মুয়াজ বিন নূর, ওসামা ইসলাম, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মাওলানা রেজা আরিফ, জিয়া বিন কাশেম, মোহাম্মদ সালমান কাজী গংদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দিতে হবে।
ঢাকা জেলা সহ বাংলাদেশের সকল মসজিদে সাদপন্থীদের সমস্ত কর্মকান্ড নিষিদ্ধ করতে হবে।
সন্ত্রাসী সংগঠন হিসেবে যে ধারায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সে ধারায় সাদপন্থী তথা এতায়াতীদেরও নিষিদ্ধ করতে হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বোয়ালিয়া থানার সামনে থেকে শুরু করে (নারায়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগানে) সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় আলুপট্টি মোড় সংলগ্ন সদর জামে মসজিদের সামনে পৌঁছে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচী শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর তাবলীগ জাম'আত (মাও. জুবায়ের গ্রুপ) মারকাজের সুরা সদস্য মাও. মোঃ আবু তালহা, মাও. আব্দুল্লাহ সাঈদ, মারকাজের শিক্ষক মাও.মোঃ জাওয়াদুল হক, রাজশাহী মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাও. মুর্শিদ ফারুক প্রমুখ।