সিডনিতেই শেষ হচ্ছে রোহিতের টেস্ট ক্যারিয়ার!


, আপডেট করা হয়েছে : 28-12-2024

সিডনিতেই শেষ হচ্ছে রোহিতের টেস্ট ক্যারিয়ার!

মেলবোর্নেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এই ব্যাটার সাজঘরে ফিরেছেন মাত্র ৩ রান করে। আউট হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে উড়িয়ে মারতে গিয়ে। রোহিতের এমন আউট নিয়ে হচ্ছে সমালোচনা। আর এই সমালোচনার মধ্যেই এবার জানা গেল টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর কথা ভাবছেন রোহিত।


টি-টোয়েন্টিকে বিদায় বলা রোহিত টেস্টে পার করছেন ভয়াবহ সময়। এই ফরম্যাটে সবশেষ রোহিত ফিফটি পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেও ১০ ইনিংস আগে। এরপর ৯ ইনিংসে রোহিতের সর্বোচ্চ ইনিংস ১৮ রানের। এই অবস্থায় রোহিতকে নিয়ে হচ্ছে সমালোচনা। বলা হচ্ছে তিনি অধিনায়ক কোটায় খেলছেন।


যে কারণে এখন জানা যাচ্ছে, মেলবোর্ন টেস্ট চলাকালীনই রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। যেখানে রোহিতের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।


আগারকার এখন মেলবোর্নেই রয়েছেন। সেখানেই রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। শোনা যাচ্ছে, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারে তা হলে আগামী ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনিতেই রোহিত শেষ টেস্ট খেলতে চলেছেন।


কেননা, ওপেনিংয়ে ব্যর্থতার পর ছয় নম্বরেও ব্যর্থ হয়েছেন রোহিত। অথচ, তাকে খেলাতে বাদ দিতে হয়েছে শুভমান গিলকে। তাছাড়া ৬ নম্বরে রোহিত ব্যাট করলে ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হচ্ছে। তখন খেলানো যাচ্ছে না একজন অলরাউন্ডারকে। সব মিলিয়ে রোহিতকে নিয়ে তাই ভাবতেই হচ্ছে নির্বাচকদের। তবে দ্বিতীয় ইনিংসে এখনও ব্যাট না করা রোহিতের সামনে সুযোগ থাকছে সব সমালোচনার জবাব দেওয়ার। তবে সেটা তিনি না করতে পারলে যে নিশ্চিতভাবেই শেষ হতে চলেছে তার টেস্ট ক্যারিয়ার তা বলায় যায়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার