ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ


, আপডেট করা হয়েছে : 28-12-2024

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৭নং সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকাল ৯টায় সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠে সংগঠনটির সাহেবাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন পাঠ করেন মাওলানা কারি মুহাম্মদ কামরুল হাসান সালেহী। ইসলামি সংগীত পরিবেশন করেন গোমতী শিল্পগোষ্ঠীর সদস্যরা।


সাহেবাবাদ ইউনিয়ন শাখার আমির মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মো. ইমাম হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবদুল মতিন।


প্রধান বক্তা ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন।


বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির খন্দকার মোহাম্মদ শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, সাবেক সভাপতি লুৎফুর রহমান খান মাসুম, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান।


এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাঈন উদ্দিন সাঈদ, জামায়াত নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার