বিপিএলের টিকেট না পেয়ে বিসিবির সামনে বিক্ষোভ


, আপডেট করা হয়েছে : 29-12-2024

বিপিএলের টিকেট না পেয়ে বিসিবির সামনে বিক্ষোভ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল। অথচ একদিন আগেও দেখা নেই টিকিটের। রোববার (২৯ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করতে দেখা গেছে দর্শকদের। এক সময় টিকিট না পেয়ে বিসিবির গেইটে বিক্ষোভ শুরু করেন দর্শকরা।



বিসিবির এক নম্বর গেইটের সামনে টিকেট না পেয়ে গেইট ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা 'ভুয়া', 'ভুয়া' বলে স্লোগান দেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে ওই এলাকা থেকে সরিয়ে দেয়।


এক সমর্থক বলেন, ‘ফজরের পর টিকিটের জন্য এসেছি। তখন ছিল কয়েকজন, এখন দেখেন কত লম্বা লাইন। টিকিট কখন পাওয়া যাবে কিংবা আদৌ পাব কি না কোনো নিশ্চয়তা নেই।’


এর আগে এবারের বিপিএলের টিকিট অনলাইনে ছাড়ার কথা বলা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। অবশেষে বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় ‍সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। 


সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার