৯ জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা


, আপডেট করা হয়েছে : 06-01-2025

৯ জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

চলতি সপ্তাহের শেষে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।


আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এরপর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে।


তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ, স্থায়ী হতে পারে তিন-চার দিন। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।


আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, নদীর তীরবর্তী এলাকাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। আর এই মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার