বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাজিদ হাসান (২০) নামে এক শিক্ষার্থীকে অপহরণ এবং নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে ডিবি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত অপহরণকারী তিনজনের নাম নাফিজ আহম্মেদ জয় (১৯), সানজিদ আলম (১৯) এবং মুশফিকুর রহমান ফুয়াদ (১৫)। তারা জেলার কোতোয়ালি মডেল থানার বলাশপুরের বাসিন্দা।
ভুক্তভোগী সাজিদ জানান, ৭ জানুয়ারি সন্ধ্যায় টিউশন থেকে বের হওয়া পর নাফিজ আমাকে আলিয়া মাদ্রাসা এলাকায় টিউশনি দেওয়ার কথা বলে। পরে ফুয়াদের বাসার ছাদে নিয়ে যায়। সেখানে সানজিদ ও ফুয়াদ অবস্থান করছিল। তারা আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তখন টাকা দিতে অস্বীকার করলে কিল-ঘুসি মেরে আমাকে আহত করে।
পরে নাফিজ আমার মানিব্যাগে থাকা ৫০০ টাকা ও ডাচ-বাংলা ব্যাংকের এটিএম ভিসা কার্ড নিয়ে নেয়। সানজিদ পকেট থেকে ছুরি বের করে; এটিএম কার্ডের পাসওয়ার্ড চাইলে আমি ভয়ে পাসওয়ার্ড দেই। পরে ফুয়াদ মুক্তিপণের জন্য আমার থেকে নাম্বার দিয়ে বাবার ফোনে এক লাখ টাকা দাবি করে। এ সময় বাবা তিন ধাপে ২০ হাজার টাকা পাঠান।
এ সময় আমার ভিসা কার্ডে থাকা ১৯৫০০ এবং মোবাইলের বিকাশের ১৯৮০০ টাকা উত্তোলন করে নেয়। ছেড়ে দেওয়ার পর এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয় তারা।
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিষয়টি আমরা থানায় অবহিত করেছি। থানা ও ছাত্রের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছি।
এ সময় তিনি বলেন, ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং তিনি আমার সামনেই ডিবি পুলিশকে ফোন দিয়েছেন এবং রাতের মধ্যেই সেই তিনজনকে গ্রেফতার করেছে এবং ২৪ হাজার টাকা উদ্ধার করেছে।