১৬ বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব যান লক্ষ্মীপুরের সবুজ মিজি ও শাওন মিজি নামের দুই ভাই। সেখানে দীর্ঘদিন এক সঙ্গে কাজ করার সুবাদে সৌদি কফিল (মালিক) হাবিব হাসানের সঙ্গে তাদের আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। একসময় মালিকের আস্থা ও ভালোবাসা অর্জন করেন দু’ভাই।
তাদের আন্তরিকতায় বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরে সবুজ ও শাওনের আমন্ত্রণে সোমবার বাংলাদেশে আসেন তিনি। অংশগ্রহণ করেন তাদের বোনের বিয়েতেও।
গত ৬ জানুয়ারি শহরের বাঞ্চানগর গ্রামে এ ঘটনা ঘটে।
সৌদি প্রবাসী সবুজ জানান, অনেক আগে থেকে হাবিব হাসান বাংলাদেশে ঘুরতে আসার আগ্রহ জানিয়েছিলেন। এখন বোনের বিয়ে উপলক্ষে বাংলাদেশে এসেছেন তিনি।
তাদের স্বজনেরা জানান, সৌদি নাগরিক হাবিব অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি এসেই আন্তরিকতা দিয়ে পরিবারের সবাইকে আপন করে নিয়েছেন। মনে হচ্ছে তিনি তাদের পরিবারেরই একজন, ভিনদেশি নন’।
সৌদি নাগরিক হাবিব হাসান জানান, তার বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। বিয়েতে অংশ নিয়ে বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য ও খাবার তার খুব পছন্দ হয়েছে।
এরইমধ্যে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন হাবিব। ঘুরে বেড়িয়েছেন সিলেট, কক্সবাজার ও সেন্টমার্টিনেও।