পুলিশ একাডেমিতে ১৬৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত


, আপডেট করা হয়েছে : 12-01-2025

পুলিশ একাডেমিতে ১৬৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম বলেছেন, "নতুন যাত্রার পথিক হিসেবে আজকের নবীন পুলিশ সদস্যরা গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনবান্ধব পুলিশ সদস্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন। নিজ নিজ কর্মস্থলে জনদরদী পুলিশি দায়িত্ব পালন করলে এ প্রশিক্ষণের সফলতা অর্জিত হবে।"


রবিবার (১২ জানুয়ারি) রাজশাহীর সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমির ১৬৭তম টিআরসি ব্যাচের ৩৩৪ জনের মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রায় তিনবার সমাপনী কুচকাওয়াজের তারিখ পরিবর্তনের পর অবশেষে এই কাঙ্ক্ষিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "গত ২৪ জুন ২০২৪ থেকে শুরু হওয়া মৌলিক প্রশিক্ষণের আজ সমাপ্তি। এখন থেকে আপনারা প্রশিক্ষিত, মেধাবী এবং চৌকস পুলিশ সদস্য। মাঠ পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে যাচ্ছেন। বর্তমান সময়ে পুলিশের দায়িত্ব বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাংলাদেশের পুলিশের প্রধান অঙ্গীকার।"


তিনি আরও বলেন, "মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রমের পাশাপাশি দক্ষ পুলিশ সদস্য তৈরিতে প্রশিক্ষণে সংযোজিত হয়েছে আধুনিক প্রযুক্তি, মানবাধিকার রক্ষা এবং নারীর প্রতি সংবেদনশীলতার ওপর বিশেষ গুরুত্ব। জনমুখী, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন পুলিশ সদস্য তৈরি করতে সর্বোচ্চ প্রয়াস নেওয়া হয়েছে।"


অনুষ্ঠানে টিআরসি ব্যাচের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিন প্রশিক্ষণ সমাপ্তির মাধ্যমে নবীন পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের সেবায় কাজ করতে প্রস্তুত হন।


অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণ সমাপ্তির মাধ্যমে নবীন পুলিশ সদস্যদের আগামী দিনের পেশাগত জীবনে সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার