রাজশাহী নগরের রাজপাড়া থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া একটি লাইসেন্সকৃত রিভলবার এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরের শ্রীরামপুর ভাঙাপাড়া সংলগ্ন পদ্মা নদীর চরের ফসলি জমি থেকে এগুলো উদ্ধার করা হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আগ্নেয়াস্ত্রটি নগরের কাজীহাটা এলাকার এক ব্যক্তির নামে লাইসেন্সকৃত। এটি থানা হেফাজতে জমা ছিল। গত ৫ আগস্ট থানা প্রাঙ্গণে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও লুটপাট চালালে রিভলবার ও গুলিগুলো হারিয়ে যায়।
শনিবার রাতে খবর আসে যে পদ্মা নদীর চরের একটি ফসলি জমিতে রিভলবার ও গুলি পড়ে রয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। বর্তমানে রিভলবার ও গুলিগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।