রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন জিএম রহমতুল্লাহ সরকার


, আপডেট করা হয়েছে : 14-01-2025

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন জিএম রহমতুল্লাহ সরকার

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রহমতুল্লাহ সরকার। 


রাকাবের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. রহমতুল্লাহ সরকারকে এই পদে নিয়োগ দেয়। তিনি রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (তথ্য ও প্রযুক্তি) হিসেবে কর্মরত ছিলেন।


এর আগে ২০০৯ সালে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (সিস্টেম এনালিস্ট) হিসেবে রূপালী ব্যাংকে যোগ দেন তিনি। ব্যাংকটির প্রধান কার্যালয়ের আইসিটি সিস্টেমস বিভাগ, আইসিটি অপারেশনস বিভাগ, ব্যবস্থাপনা ও তথ্য বিভাগ এবং মীরপুর কর্পোরেট ব্রাঞ্চে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন রহমতুল্লাহ সরকার।


রহমতুল্লাহ সরকারের জন্ম রাজশাহীতে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিষয়ে স্নাতক (সম্মান) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার