আনোয়ারায় বিস্ফোরক মামলায় আ.লীগের চেয়ারম্যান গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 14-01-2025

আনোয়ারায় বিস্ফোরক মামলায় আ.লীগের চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিস্ফোরক মামলায় বরুমচড়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।



মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।



জানা যায়, গ্রেফতার শামসুল বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদারের বাড়ির মৃত শাহাব মিয়ার ছেলে।



স্থানীয়রা জানান, হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতা কর্তৃক দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের আসামি করা হয়। মামলার পর সব চেয়ারম্যান আত্মগোপনে থাকলেও বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ এলাকায় ছিলেন এবং পরিষদেও যেতেন। 



গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিস্ফোরক মামলার এজাহারনামীয় ১৫নং আসামি বরুমছড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলামকে দুপুরে বরুমছড়া এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলেও জানান তিনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার