সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


, আপডেট করা হয়েছে : 14-01-2025

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া  ছেলে-মেয়েসহ ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 


দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।


এদিন আদালতে দুদকের আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর রেজাউল করিম। তিনি জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য পৃথক দুইটি আবেদন করা হয়।


আবেদনে বল হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান।  তারা দেশত্যাগ করে পালিয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটবে। এমতাবস্থায় অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার