জেনেভা ক্যাম্পের কিলার আকরাম গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 15-01-2025

জেনেভা ক্যাম্পের কিলার আকরাম গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি আকরাম ওরফে কিলার আকরামকে গ্রেফতার করেছে র‍্যাব-২। 


বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা এবং জেনেভা ক্যাম্পে মাদকের আধিপত্য ধরে রাখতে একাধিক হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন আকরাম। এছাড়াও, জেনেভা ক্যাম্পের মাদক কারবার দখল নিয়ে বহুদিন যাবত দ্বন্দ্বে জড়িয়েছিলেন অন্য একটি দলের সঙ্গে। সেই দ্বন্দ্বে থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহার করে জুলাই থেকে লাগাতার সংঘর্ষে জড়িয়েছেন তিনি। 


বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু জানান, ‘মোহাম্মদপুরে চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং রাজ হত্যা মামলার আসামি আকরামকে জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে’।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার