এক দিন পরেই ১৬ দল নিয়ে মাঠে গড়াবে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে বাংলাদেশের ক্রিকেটাররা ইতিহাস গড়েছেন। গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিলেন ইয়ং টাইগ্রেসরা। সেই ম্যাচে সুপার ওভার শেষে জয় পেয়েছে বাংলাদেশ। নারীদের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বয়সভিত্তিক কিংবা জাতীয় দলের মধ্যে এটিই প্রথম জয় লাল-সবুজের প্রতিনিধিদের। তাতে বিশ্বকাপের আগে দারুণ ছন্দ খুঁজে পেল বাংলাদেশ।
এর আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল সুমাইয়া আক্তারের দল। গেল ডিসেম্বরে এশিয়া কাপের ফাইনালেও খেলেছে দলটি। তাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর বার্তা দিচ্ছে বাংলাদেশ। গতকাল বিশ্বকাপের রানার্সআপ দল ইংল্যান্ডের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। জবাবে শেষ ওভারের পঞ্চম বলে ১১৩ রানে পৌঁছে যায় বাংলাদেশ। তখন হাতে ছিল ১ উইকেট।
শেষ বলে দরকার ১ রান। কিন্তু সেটি নিতে গিয়েই রানআউটের শিকার হন নিশিতা আক্তার নিশি। খেলা গড়ায় সুপার ওভারে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শেষ পর্যন্ত হার দেখতে হয় ইংল্যান্ডকে। বাঁহাতি স্পিনার টিলি কোর্টিন কোলম্যানের করা সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ৬ বলের মধ্যে সাদিয়া আক্তার ৩ বলে ৮ রান ও জুয়াইরিয়া ফেরদৌস ৩ বলে করেন ৩ রান।
জবাবে হাবিবা আক্তার পিংকির করা ৬ বল থেকে ৯ রান নিতে পারে ইংল্যান্ড। যেখানে দলটি একটি উইকেটও হারায়। নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শনিবার সকাল সাড়ে ৮টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। ঐ দিন বাংলাদেশের প্রথম ম্যাচ বেলা সাড়ে ১২টায়। লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দল।