কেন কপাল পুড়ল সিরাজের, জানা গেল কারণ


, আপডেট করা হয়েছে : 19-01-2025

কেন কপাল পুড়ল সিরাজের, জানা গেল কারণ

যেকোনো আইসিসি ইভেন্টে নিজের দেশকে প্রতিনিধিত্ব করায় একজন ক্রিকেটারের সবচেয়ে বড় স্বপ্ন। সেই স্বপ্নটা দেখেছিলেন মোহাম্মদ সিরাজও। লম্বা সময় ধরে চোটে মাঠের বাইরে থাকা মোহাম্মদ শামির জায়গা নিয়েছিলেন এই পেসার। তবে মাঝে শামি ফিরলেও সেই স্বপ্নটা জিইয়ে ছিল তারকা পেসার জাসপ্রিত বুমরাহ চোটে পড়ায়। এখন সিরাজের সেই স্বপ্নেও ধাক্কা লেগেছে। কপাল পুড়েছে তারকা এই পেসারের। জায়গা হয়নি ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে।


ঠিক কেন বাদ পড়লেন সিরাজ। কোথায় পিছিয়ে পড়লেন তিনি। সে সব নিয়ে দল ঘোষণার পর গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকারকে। দুজনেই দিয়েছেন উত্তর।


১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দলে সিরাজের না থাকার কারণ হিসেবে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা মাত্র তিনজন পেসার চেয়েছিলাম, তাই মোহাম্মদ সিরাজকে বাদ পড়তে হয়েছে, যেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক। নতুন বলে তার কার্যকারিতা বেশি, কিন্তু মাঝের ওভার এবং ডেথ ওভারে আমরা আরও কার্যকর বোলার চেয়েছিলাম। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিংয়ের উপস্থিতিতে আমরা মনে করি, আমাদের বোলিং আক্রমণে সঠিক ভারসাম্য দেবে।’


চোটগ্রস্ত বুমরাহকে কোন বিবেচনায় দলে রাখা হয়েছে। কেন রাখা হয়নি সিরাজকে। তা নিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘জাসপ্রিত বুমরাহর ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত তথ্য আসেনি। ইংল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠবেন। তবে তাকে নাও খেলানো হতে পারে। এ জন্যই হার্ষিত রানাকে অস্থায়ীভাবে দলে রাখা হয়েছে।’


আগারকর আরও জানান, ‘আমরা এমন একটি স্কোয়াড বাছাই করতে চেয়েছিলাম যেখানে আমাদের সব বিভাগে টিক থাকবে। বিকল্প থাকবে, কেউ নতুন বলে বল করবেন এবং কেউ ব্যাক এন্ডে বল করবেন। আমরা চেয়েছিলাম আর্শদীপ এসে শেষ দিকে বোলিংয়ের ভূমিকা পালন করুক। আর (মোহাম্মদ) শামি স্পষ্টতই সে নতুন বলে দারুণ। যদিও আমরা মনে করি, সিরাজ না গেলে তার কার্যকারিতা কিছুটা কমে যায় নতুন বলে।’


সিরাজের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলে আগারকার বলেন, ‘এটা একটি দুর্ভাগ্যজনক বিষয় যে তাকে (সিরাজ) মিস করতে হচ্ছে। কিন্তু আমাদের কাছে এ ছাড়া কোনো বিকল্প ছিল না। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি আমাদের কাছে এমন ছেলেরা আছে যারা নতুন বলে বোলিং করতে পারে এবং মাঝখানে কার্যকর হতে পারে এবং তারপরে ডেথ ওভারে কার্যকর হতে পারে। আমাদের এই তিনটি দিকই কভার করতে হয়েছে।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার