ট্রাম্পের ‘হস্তক্ষেপে’ যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে টিকটক


, আপডেট করা হয়েছে : 20-01-2025

ট্রাম্পের ‘হস্তক্ষেপে’ যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির কার্যক্রম আবার চালু হতে যাচ্ছে বলে জানানো হয়েছে।


যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে একটি আইন কার্যকর হওয়ার পর দেশটিতে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় টিকটক।


রোববার (১৯ জানুয়ারি) জাতীয় নিরাপত্তার কারণে এটি বন্ধ করে দেওয়ার আইন কার্যকর হওয়ার আগে শনিবার গভীর রাতে টিকটক মার্কিন ব্যবহারকারীদের জন্য কাজ বন্ধ করে দেয়। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে, চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের অধীনে, আমেরিকানদের ডেটা অপব্যবহারের ঝুঁকি রয়েছে।


টিকটকের মূল মালিক চীনের বাইটড্যান্স নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে হলে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে চীনের মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। এই সময়সীমা শেষ পর্যায়ে চলে আসায় যুক্তরাষ্ট্রে টিকটক তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। 


এর পরই নিষেধাজ্ঞা বিলম্বিত করে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জন্য নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে যুক্তরাষ্ট্রের টিকটকের আংশিক মালিকানা নেওয়ার আহ্বানও জানান। 


তিনি বলেন, একটি যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ মালিকানা দেখতে চান তিনি। এটা হলে টিকটক ভালো মানুষের হাতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।


ট্রাম্পের মন্তব্যের পর এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে টিকটক জানায়, তারা যুক্তরাষ্ট্রে টিকটক পুনরায় চালু করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তারা। তবে অ্যাপটির আংশিক মার্কিন মালিকানার বিষয়ে টিকটক কোনও মন্তব্য করেনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার